মোঃজাকির হোসেন মাধবপুর : “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই প্রতিবাদ্যকে সামনে রেখে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার প্রতিবন্ধী ভাতা, ও ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে চৌমুহনী ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে নিজ দায়িত্বে চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আপন মিয়া ভিজিডি কার্ডের ৩০ কেজি করে চাল ২০৮ টি পরিবারের মাঝে বিতরণ করেন। অন্যদিকে একই দিন ইউনিয়নের প্রতিবন্ধী ভাতা ও বিতরণ করেন।

ছবি : প্রধানমন্ত্রীর উপহার তোলে দিচ্ছেন চেয়ারম্যান আপন মিয়া
এসময় কার্ডধারীদের পারিবারিক স্বচ্ছলতা ও সঞ্চয়ের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন চেয়ারম্যান আপন মিয়া।
চাল বিতরণে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ আবুল বাশার চৌমুহনী ইউপির সচিবসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।