পিন্টু অধিকারী মাধবপুর : আজ বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানে বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র নৃ-গোষ্ঠির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ করা হয়।
বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে সামজিক দূরত্ব বজায় রেখে এক হাজার চা শ্রমিকের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। তেলিয়াপাড়া চা বাগানের খোকন তাঁতী (পঞ্চায়েত কমিটির সভাপতি) বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে চা বাগানে অর্থনৈতিক মন্দাভাব দেখা দিয়েছে। নিম্ন আয়ের বহু শ্রমিক অভাব অনটনের মধ্যে দিনা পার করছে।
এই মুহুর্তে মাধবপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসনূভা নাস্তারান জেলা প্রশাসকের নির্দেশে চা শ্রমিকদের জন্য চাল দেওয়াতে অনেক উপকার হয়েছে। চাল বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, তেলিয়াপাড়া চা বাগানের সহঃ ব্যবস্থাপক দ্বীপন কুমার সিংহ, সহঃ ব্যবস্থাপক সনদ কুমার দত্ত, খোকন পঞ্চায়েত কমিটির সভাপতি, সম্পাদক লালন পাহান, সায়মন মরমূ ইউপি সদস্য, অনুপ পঞ্চায়েত সদস্য ।
সাইমন মুরমু বলেন, চা-বাগানগুলোতে সাধারণত এক পরিবার থেকে একজনই চা-বাগানে কাজ করেন এবং তার দৈনিক আয় ১০২ টাকার নগদ মজুরি ও কিছু রেশন সুবিধা। কিন্তু, পাঁচ সদস্যের পরিবারের পক্ষে এইটুকু দিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। প্রায় চা-বাগানে যত শ্রমিক তার থেকেও বেশি মানুষ ঠিকাদারের মাধ্যমে বা নিজেরা কাজ খুঁজে প্রতিদিন রোজগার করেন। সাইমন মুরমু আরো বলেন, মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন।