পিন্টু অধিকারী মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নের বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র নৃ-গোষ্ঠির মধ্যে শুক্রবার (১মে) তেলিয়াপাড়া চা বাগানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৩৫ জন চা শ্রমিকদের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। কার্যক্রমে, উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তৌফিকুল আলম চৌধুরী, উপজেলা আই.সি.টি অফিসার রুহুল কুদ্দুস। সেই সাথে উপস্থিত ছিলেন তেলিয়াপাড়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক, বাগানের শ্রমিক সভাপতি ও সেক্রেটারি, শাহজাহানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সেক্রেটারি, এবং বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।

ছবি : নৃ-গোষ্টির কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌছে দেয়া হয়েছে
চেয়ারম্যান জনাব তৌফিকুল আলম চৌধুরী বলেন,করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল পৌঁছে দেওয়া হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে আমাদের সবাইকে যারযার অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বেড় হওয়া যাবে না। সমাজের সম্পদশালী ব্যক্তি ও পরিবারকে করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাড়াতে হবে। সরকারের দিকনির্দেশনা মেনে চললে এই সমস্যা কেটে যাবে ।