মাধবপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 11 August 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান

Link Copied!

ইয়াছিন তন্ময়  : মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ২০২০-২০২১ অর্থ বছরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।
বুধবার (১১আগস্ট) দুপুরে উপজেলা সদরের ফুলকলি পৌর কিন্ডার গার্ডেন স্কুলে উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির  নগদ অর্থ প্রদান করা হয়।স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়।

ছবি : মাধবপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃআশরাফ আলী ও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা।
উল্লেখ্য সর্বমোট ১৪৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে মোট ৯ মাসের উপবৃত্তি একসাথে প্রদান করা হয়।এদের মধ্যে প্রাথমিক শিক্ষার্থী ১০৭ জনকে প্রতিমাসে  ৭৫০ টাকা করে,মাধ্যমিক শিক্ষার্থী ৩৫ জনকে ৮০০ টাকা করে,উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ২ জনকে ৯০০ টাকা করে,এবং উচ্চতর শিক্ষার্থী ১ জনকে ১৩০০ টাকা করে মোট ৯ মাসের উপবৃত্তি প্রদান করা হয়।
এইসময় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সমাজসবা কর্মকর্তা মোঃআশরাফ আলী বলেন,যারা উপবৃত্তি পাবে তাদেরকে যদি কেউ উল্লেখিত টাকার থেকে এক টাকা কম দেয় সাথে সাথে যেনো তাকে জানানো হয়। তিনি তাদের বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহন করবেন।