মাধবপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 25 February 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ

Link Copied!

হবিগঞ্জে মাধবপুরে পৌরসভার ৯টি ওয়ার্ডের গরীব ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড ও ভাতার টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার কার্যালয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের উপজেলা সমাজসেবা অফিসার আশরাফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ২১ জন প্রতিবন্ধীদের মাঝে জনপ্রতি সাড়ে চার হাজার টাকা করে এসব ভাতার কার্ড ও ভাতার ৯৪ হাজার ৫শত টাকা বিতরণ করেন ।

এসময় আরো হিসেবে উপস্থিত ছিলেন-পৌরসভার প্যানেল মেয়র-২ শেখ জহির ইসলাম, কাউন্সিলর পিন্টু পাঠান, আফজাল পাঠান, বাবুল হোসেন, মহিলা কাউন্সিলর ফাতেমাতুজ জুহেরা , এশিয়া ব্যাংকের কর্মকর্তা ও পৌরসভার উদ্যোক্তা প্রমূখ।