মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামের পুলিশ সদস্য আনোয়ার আলম সোহেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত শনিবার (২৮মার্চ ) দিবাগত রাত আড়াইটার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, ডাকাতদল সোহেলের বসত ঘরে ঢুকে তার ছোট ভাই অ্যাডভোকেট শাহনুর আলমকে হাত পা বেঁধে ঘরে রক্ষিত ১০ ভরি স্বর্ণ ,নগদ ১লাখ ৫০হাজার টাকা,জমি বন্ধকি রাখা ১ লাখ টাকা, স্থানীয় মসজিদ ফান্ডের ৪০হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতদল।
এ ঘটনায় অ্যাডভোকেট শাহনুর আলম মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। উল্লেখ্য,পুলিশ সদস্য আনেয়ারুল আলম সোহেল বর্তমানে সিলেটের পুলিশ লাইনে কর্মরত আছেন।