লিটন বিন ইসলাম, মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়ার পুরাতন বাস স্ট্যান্ড এখন সিএনজি ড্রাইভারদের দখলে চলে গেছে।
চুনারুঘাট মাধবপুরে রোডের জগদীশপুর তেমুনিয়া অবস্থিত এই বাস স্ট্যান্ডটি বেহাল অবস্থা । সরেজমিনে গিয়ে দেখা যায়,স্ট্যান্ডের ভিতরে সিএনজি রাখা হচ্ছে। সেখানে যাত্রী সাধানরা বিশ্রাম নেওয়ার কথা সেখানে রাখা হচ্ছে সিএনজি পার্কিং করে। বৃষ্টির পানি তে কাঁদা জমে থাকে প্রায় সময় ঠিক নেই তার পরিবেশ ও।
বাস স্ট্যান্ডের ভিতরে রাখা সিএনজি ড্রাইভারদের সাথে দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি কথা বলতে চাইলে তাদের দেখা মিলেনি।

ছবি : যাত্রী ছাউনি ভিতরে রাখা হয়েছে সিএনজি ! বিপাকে যাত্রী সাধারণ
এ বিষয়ে স্থানীয়রা জানায় অনেক সময় গাড়ি অপেক্ষাকৃত যাত্রীদের বিভিন্ন দোকানের পাশে দাঁড়িয়ে থাকতে হয় । বৃষ্টি হলে বিভিন্ন দোকানে আশ্রয় নিতে হয় স্থানীয়দের দাবি এটি পুনরায় সংস্কার করে সুন্দর একটি বাস স্ট্যান্ড এলকাবাসীকে উপহার দেওয়া হোক এতে করে যাত্রী সাধারণের ভোগান্তিতে পড়তে হবে না।
এই বিষয়ে মাধবপুর উজেলার নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান এর সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।