ঢাকাWednesday , 17 January 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে পুকুর থেকে মহিলা চা শ্রমিকের লাশ উদ্ধার

Link Copied!

মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিন বেজুড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক মহিলা চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন বুধবার (১৭জানুয়ারি) দুপুরে দক্ষিন বেজুড়ার আশু মিয়ার পুকুরে অর্ধগলিত একটি লাশ ভেসে থাকতে দেখে মাধবপুর থানায় খবর দেয়। খবর পেয়ে উপ পরিদর্শক তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বেলা আড়াইটার সময় লাশটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা গেছে, ওই লাশটি সুরমা চা বাগানের আদুরি বাগচি সুনীতার (৪৫) বলে তার স্বজনেরা শনাক্ত করেছেন। আদুুরি বাগচি গত ১২ জানুয়ারী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর মাধবপুর থানায় তার পরিবারের পক্ষ থেকে গত ১৪ জানুয়ারী একটি সাধারণ ডায়েরী করা হয়। আদরি সুরমা চা বাগানের মৃত লক্ষী প্রসাদ বাগচীর স্ত্রী বলে জানিয়েছেন উপ পরিদর্শক তরিকুল ইসলাম।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আদুরি বাগচির মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে ওসি (তদন্ত) আতিকুর রহমান জানিয়েছেন।