মাধবপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 21 January 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Link Copied!

মাধবপুরে পিছিয়ে পড়া চা শ্রমিক জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ পেড্রিয়াট্রিক এসোসিয়েশন, সিলেট। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সুরমা চা বাগানে জাগো ফাউন্ডেশনের স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে মাধবপুর এসোসিয়েশন, সিলেট এর ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ পেড্রিয়াটিক এসোসিয়েশন, সিলেট এর সভাপতি প্রফেসর ডা: মুজিবুল হক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন, সিলেট এর সাধারণ সম্পাদক ডা: আখলাক আহমেদ, ডা: জিয়াউর রহমান চৌধুরী, ডা: খায়রুল বাসার, ডা:রাজিব চক্রবর্তী, ডা:মইন উদ্দিন, ডা: তন্ময় দেব, ডা: রাজিব দত্ত, ডা: মোছাব্বির হোসেন, ডা: কামরুল হাসান ইমন, সৈয়দ মুশিউর রহমান, তানজিমুল ইসলাম মতিন প্রমূখ।