হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানরা অভিযান চালিয়ে ভারতীয় ৩০ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ এক মাদক চোরা কারবারীকে আটক করেছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌফিকুর রহমান জানান, সোমবার (৩০জানুয়ারি) ভোর রাতে মনতলা বিওপির হাবিলদার সাইফুল ইসলাম এর নেতৃত্বে একদল বিজিবি জোয়ান মাধবপুর-মনতলা সড়কের মৌজপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ এক মাদক চোরা কারবারিকে আটক করে।
আটককৃত মাদক চোরা কারবারি হল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং আসামপাড়া এলাকার রহিছ উদ্দিন এর পুত্র আশিকুর রহমান (২৫) আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুুতি চলছে।