মাধবপুরে পিক-আপের ধাক্কায় ইসলাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সে ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মৃত ফকির মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, রোববার (৯ এপ্রিল) বিকেল আনুমানিক ৪ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্যাস সিলিন্ডার ভর্তি দ্রুতগামী একটি পিক-আপ পথচারী ইসলাম উদ্দিনকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক দেখে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর সন্ধ্যা ৭টায় দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঈনুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করেছেন ।