মোঃ মিটন মিয়া মাধবপুরঃ গত কয়েক দিনের টানা বর্ষন ও উজান থেকে মেনে আসা পাহাড়ি ঢলে মাধবপুর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া গ্রামীণ অবকাঠামো বিভিন্ন রাস্তাঘাট ভেঙে গেছে। অনেক রাস্তায় পানি উঠে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। সীমনা ছড়া দিয়ে প্রবল বেগে পাহাড়ী ঢল প্রভাবিত হওয়ায় জগদীশপুর, ধর্মঘর আঞ্চলিক সড়কে বিকল্প সেতু আবারো ভেঙে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে করে ওই সড়ক দিয়ে চলাচলকারীদের ভোগান্তির শিকার হচ্ছে।
অপরদিকে সোনাই নদীর রাবার ড্যাম এলাকায় অতি বষর্নের পাহাড়ি ঢলের তোড়ে রাবার ড্যামের সীমানা প্রাচীর ভেঙে অফিস সহ বেশ কিছু এলাকা ধসে পড়েছে। এতে অনেক গাছপালাও ধসে পড়েছে।
রাবার ড্যামের সভাপতি আক্তার হোসেন মনির জানান, ২০০১ সালে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে চৌমুহনী ইউনিয়নে মহব্বতপুরে সোনাই নদীর উপর রাবার ড্যামটি নির্মিত হয়। এর কয়েক বছর পরেই অতিরিক্ত পাহাড়ি ঢলে রাবার ড্যামটি ক্ষতিগ্রস্থ হলে ২০১৮ সালে কোটি টাকা খরচ করে পুনরায় মেরামত করা হয়। কিন্তু এটা কৃষকের তেমন কাজে আসছে না। কিন্তু গত কয়েক দিনের অতি বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো রাবার ড্যাম এর অদূরে গাইডওয়াল এর কাছে বিশাল ছিদ্র হয়ে ভূমিধস দেখা দিয়েছে। এতে অফিস সহ বেশ কিছু এলাকা এবং মূল্যবান গাছ ধসে পড়েছে। এখন রাবার ড্যামটি মারাত্মক হুমকির মধ্যে পড়েছে।
এদিকে অতি বর্ষন ও পাহাড়ি ঢলের কারণে মাধবপুর-গোপালপুর সড়ক এ পানি উঠে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাধবপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম জানান, চেয়ারম্যান এর মাধ্যমে খবর নিয়ে ক্ষয়ক্ষতির কাজ চলছে।