ঢাকাMonday , 5 February 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে পাবেল হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরের বেজুড়ায় জমি সংক্রান্ত এবং নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরে নৃশংসভাবে খুনের শিকার বেজুড়া গ্রামের পাবেল মিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। সোমবার (৫জানুয়ারি) দুপুরে বেজুড়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঢাকা- সিলেট মহাসড়কে বেজুড়া বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জগদীশপুর ইউ/পি সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী,বেনু মিয়া মেম্বার, মাতবর হোসেন,নিহত পাবেল এর ছেলে ফরহাদ হোসেন সহ আরও অনেকেই।

উল্লেখ্য গত শনিবার সকালে দক্ষিন বেজুড়া এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এর জের ধরে বেলা ১১ টায় উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে আবার মধ্য বেজুড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বেজুড়া গ্রামের মাতবর হোসেন ছেলে পাবেল মিয়ার মৃত্যু হয়।