মাধবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ও পানি দিবস পালনের অংশ হিসাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন। পরে উপজেলা কনফারেন্স হলে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন,পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,প্রাণীসম্পদ অফিসার ডাঃ আব্দুস সাত্তার বেগ,মৎস্য অফিসার আবু আসাদ মোঃ ফরিদুল হক,ডাঃ অদিতি রায়,ইউনিয়ন চেয়ারম্যান মীর খুর্শেদ আলম,ফারুক আহমেদ পারুল,সৈয়দ মোঃ আতাউল মোস্তফা সোহেল,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।
অন্যান্যদের মধ্রে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া,প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন,সেক্রেটারী সাব্বির হাসান ও সাংবাদিক রোকন উদ্দিন লস্কর প্রমুখ।