মাজহারুল ইসলাম তানিল, মাধবপুর : হবিগঞ্জ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে পানিতে ডুবে মোঃ রিপন মিয়া (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দুপুরে সকলের অজান্তে বাড়ির পাশে খালের পানিতে পড়ে মারা যায় রিপন।
মৃত, রিপন মিয়া খাটুরা পশ্চিম পাড়ার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর থেকে মোঃ রিপন মিয়া (০৪)’কে খুজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের মধ্যে আতংক বিরাজ করছিল কান্না এবং হতাশার হাহাকার। স্থানীয় লোকজন পাড়া প্রতিবেশি সারা রাত খোজাখোজি করে ও সন্ধান মেলাতে পারেনি রিপনের।
পরে, রবিবার (১৯ জুলাই) সকাল ৭ টার সময় বাড়ির পাশে খালের পানিতে মধ্যে তার মৃত লাশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকেরা রিপন এর মৃত লাশ উদ্ধার করে।