মাধবপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 September 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

Link Copied!

হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর :  হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে হাসান মিয়া (৮) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাঁড়িয়া গ্রামের মোঃ ফয়সল মিয়ার পুত্র ।
পরিবার সূত্রে জানা যায় যে, বুধবার (২২ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে তার খেলার সঙ্গীদের নিয়ে খেলতে বের হয়। খেলা শেষে সবাই বাড়িতে ফিরে আসলেও প্রতিবন্ধী হাসান ফিরে আসেনি। তার খেলার সাথীদের জিজ্ঞেসা করলে তারা কিছু বলতে পারে না। পরবর্তীতে দুপুর দুইটার দিকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনরা।