মাধবপুরে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 28 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ

Link Copied!

ইয়াছিন তন্ময়, মাধবপুর : হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল কার্যালয়ের আসা গ্রাহকদের শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করতে মাস্কবিহীন শতাধিক গ্রাহকদের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে নোয়াপাড়া জোনাল কার্যালয়ের উপ মহা ব্যবস্থপক মোশাররফ হোসাইন তার ব্যক্তিগত অর্থ দিয়ে এ মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি বলেন করোনা পরিস্থিতি মোকাবিলায় মাস্কের বিকল্প নেই। মাস্ক না পরে আসলে নিজে আক্রান্ত ও অন্যকে আক্রান্ত করার সম্ভবনা রয়েছে। তাই সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জামাল মোঃ আবু নাছের, সমিতির পরিদর্শক আব্দুস ছালামসহ অন্যান্য কর্মকর্তাগণ।