পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধি: মাধবপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে বিদ্যুত বিভাগ। বর্তমানে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বের মানুষ ঘরের ভেতর বন্দী। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে উচ্চ বিত্ত সকলেই কঠিন বিপদের সম্মুখীন। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সরকারী নির্দেশ ও স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করতে মাঠে কাজ করছে সরকারী কর্মকর্তা থেকে শুরু করে সেনাবাহিনী ও পুলিশ।
নিজেকে নিরাপদ রাখতে হোম কোয়ারেন্টাইন একমাত্র কার্যকর উপায়। এদিকে করোনা সংকটের এই মুহুর্তে একদিকে ভ্যাপসা গরম অন্যদিকে ঝড় তুফান। এর মাঝেও বিদ্যুৎ বিভাগ নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। অভিযোগ পেলে সাথে সাথে ছুটে চলেছে ক্ষতিগ্রস্থ স্থানে। হবিগঞ্জ পল্লী বিদ্যুত বিভাগের নয়াপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন দৈনিক আমার হবিগঞ্জকে জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে নয়াপাড়া জোনাল অফিসের আওতাধীন প্রত্যেকটি অভিযোগ কেন্দ্রে পর্যাপ্ত লাইনম্যান রয়েছে। কারো ছুটি দেয়া হয়নি। বর্তমানে আলোর গেরিলা টীম সকাল থেকে রাত অবধি সেবা দিয়ে যাচ্ছে। কোন জায়গায় অভিযোগ পেলে সাথে সাথে আমাদের টীম চলে যাচ্ছে স্পটে। বর্তমানে আলোর গেরিলা টীম জনসাধারণের অনেক প্রশংসা কুড়িয়েছে। ২৪ ঘন্টা বিদ্যুৎ সেবা দিতে আমরা তৎপর রয়েছি।