শিশু মোহন দাস,মাধবপুর।। মাধবপুর উপজেলার ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২২জুন দুপুরে ছাতিয়ান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) কামরুল হাসান গোপন সূত্রে খরব পেয়ে ছাতিয়ান এলাকায় অভিযান চালিয়ে ৩ ডাকাত সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন, এনাম (১৮) অলি আহাদ (৩৫) আল আমীন হোসেন রাসেল। ছাতিয়ান পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর কামরুল হাসান বলেন, তাদের বিরুদ্ধে কয়েকটি ডাকাতি মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে।