মাধবপুরে পলাতক আসামী গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 12 October 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে পলাতক আসামী গ্রেফতার

Link Copied!

মাধবপুরে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামীদের গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) দুপুরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সম্পর্কে পিতাপুত্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহড়া ইউনিয়নের দলগাঁও থেকে পলাতকদের গ্রেফতার করেছেন মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়া।

গ্রেফতারকৃতরা হলেন- ধর্মঘর ইউনিয়নের-আলিনগর গ্রামের খেলু মিয়ার ছেলে আনু মিয়া (৪০) এবং আনু মিয়ার ছেলে স্বপন মিয়া (২৩)। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন আটক আসামীদের কোর্টে চালান করা হয়েছে।