মাোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুরে বর্ষায় বিলালের বাসিন্দাদের চলাচল, জীবন জীবিকা ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম নৌকা।
নৌকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বিলালের অধিকাংশ জনগোষ্ঠী। বর্ষা মৌসুমে তাদের প্রধান চালিকা শক্তি নৌকা। ফলে প্রতিবছর বর্ষা মৌসুম আসলেই নৌকা তৈরির কারিগররা ব্যস্ত হয়ে পড়েন।
ক্রেতাদের চাহিদামত স্ত্রী, সন্তান নিয়ে দিনরাত পরিশ্রম করে ছোট-বড় নৌকা তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন নৌকা তৈরির কারিগররা।
সূত্রমতে, জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত মাধবপুর উপজেলার অনেক জনগোষ্ঠী তাদের জীবন ধারন ও যাতায়াতের জন্য নৌকার উপর নির্ভরশীল থাকেন। এসময় তারা পরিবারের চাহিদা পূরণের জন্য গ্রামের খাল-বিলে জাল, চাই-বুচনা (মাছ ধরার ফাঁদ) ও বড়শি নিয়ে মাছ শিকারে নেমে পরেন।
এক্ষেত্রে তাদের একমাত্র ভরসা ডিঙ্গি নৌকা। তাই বর্ষা মৌসুম আসলেই বেড়ে যায় নৌকার কদর। অপরদিকে বর্ষার কারণে ফসলি জমি কিংবা বসতবাড়ি নির্মাণ কাজ কমে যাওয়ায় অলস হয়ে পরেন কাঠমিস্ত্রীরা।
তাদের এই অলস সময়ে নৌকা তৈরিতে লেগে পরেন তারা। গ্রাম ঘুরে অপেক্ষাকৃত কম দামের জারুল, রেইনট্রি, চাম্বল, কদম, রয়না ও আম কাঠ দিয়ে ঘরে বসেই স্ত্রী, সন্তানদের নিয়ে কাঠমিস্ত্রীরা তৈরি করেন বিভিন্ন সাইজের নৌকা।
একেকটি নৌকা প্রকারভেদে দেড় হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। ফলে বর্ষার মধ্যেও নৌকা তৈরি তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরে পায়।
বিলালের বাসিন্দাদের এখন যাতায়তের একমাত্র পথ নৌকা। তাই বর্ষায় একদিকে যেমন নৌকা তৈরির কারিগররা আয়ের সুযোগ করে দিচ্ছে তেমনি বিলাল বাসীর যোগাযোগ ব্যবস্থাও কিছুটা সহজ হয়েছে।
ফলে ডিঙ্গি নৌকা কেনাবেচায় জমে উঠার অপেক্ষায় স্থানীয় হাট।