মাধবপুরে নিষিদ্ধ রিং জাল দিয়ে শিকার করা হচ্ছে দেশীয় প্রজাতির মাছ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 28 July 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নিষিদ্ধ রিং জাল দিয়ে শিকার করা হচ্ছে দেশীয় প্রজাতির মাছ

Link Copied!

ইয়াছিন তন্ময়ঃ   মাধবপুরে ভয়ঙ্কর চায়না রিং জালের ফাঁদে দেশিয় প্রজাতির মাছ। সহজে বেশি বেশি মাছ ধরা পড়ায় নদ-নদী জুড়ে জেলেরা ব্যবহার করছে  এই চায়না রিং জাল।
রিংজালের ফাঁদ পেতে নির্বিচারে ছোট-বড় ডিমওয়ালা মাছ শিকার করা হচ্ছে। উজাড় করা হচ্ছে মৎস্য সম্পদ।স্থানীয় রা বলছে অবাধে ডিমওয়ালা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ রিং জাল দিয়ে ধরা হচ্ছে। ভয়ংকর এই রিং জালের ব্যবহার বন্ধ করা না হলে স্থানীয় প্রজাতির মাছ বিলুপ্তি হয়ে যাবে।

ছবি : মাধবপুরে নিষিদ্ধ রিং জাল দিয়ে শিকার করা হচ্ছে দেশীয় প্রজাতির মাছ

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার খাষ্টি নদী সহ বুল্লা, ধনকুড়া,মাহমুদপুর এলাকার বিভিন্ন নদ-নদী তে ফাঁদ পেতে নির্বিচারে ছোট-বড় নানান জাতের ডিমওয়ালা মাছ শিকার করা হচ্ছে। খাষ্টি নদী তে মাছ শিকার করতে আসা সাত্তার মিয়া বলেন রিং জাল দিয়ে বেশি মাছ পাওয়া যায় তাই এই জাল দিয়ে  মাছ শিকার করা ঠিক না জেনেও বেশি মাছ পাওয়ার আশায় এ কাজ করে থাকি।
এই বিষয়ে জানতে চাইলে  মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক বলেন, রিং জালসহ অবৈধ সকল জালের বিরুদ্ধে আমরা সবসময় বাজার গুলোতে অভিযান পরিচালনা করছি।যদি কেউ রিং জাল ব্যবহার করে মৎস্য ধ্বংস করে থাকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।