মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় নিরাপদ সড়কের দাবীতে মৌন মিছিল করছে এলাকাবাসী। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে লাইট ইয়ার্স কমিউনিকেশনস এর উদ্যোগে শাহজাহান পুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি মৌন মিছিল বেরিয়ে তেলিয়াপাড়া ও নোয়াহাটি বাজার প্রদক্ষিণ করে পুনরায় তেলিয়াপাড়া বাজারে এসে শেষ হয়।

মৌন মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সবাইকে সতর্ক করে বলেন, অপ্রাপ্তবয়স্ক কিম্বা লাইসেন্স ছাড়া কেউ যেন গাড়ি না চালায়। মোটরসাইকেল চালক কিম্বা ড্রাইভার যেন হেলমেট ব্যবহার করে। কেউ ট্রাফিক আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানায়।