মাধবপুরে নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু জন্মদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 12 May 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু জন্মদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সকল ধাত্রী ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের নিয়ে “মাতৃত্বকালীন নিরাপত্তা ও সুস্থ শিশু জন্মদান” বিষয়ক কর্মশালার আয়োজন করে ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার (১২মে) ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান সৈয়দ মোঃ আতাউল মোস্তফা সোহেল। সচিব মোঃ মন্তাজ মিয়ার সঞ্চালনায় কর্মশালায় আলোচনায় অংশ গ্রহণ করেন সংরক্ষিত মহিলা মেম্বার শ্যামলী রানী দেব,সোমা র‍্যালি,শাফিয়া খাতুন, মা মণি প্রকল্পের মাধবপুর উপজেলা কো-অর্ডিনেটর মঞ্জুর হোসাইন ভুইয়া,আয়েশা আক্তার,পরিবার কল্যান পরিদর্শিকা শিখা রানী বণিক,এফডব্লিউএ লাভলী রানী চন্দ ও স্মৃতি পাল। কর্মশালায় ২৮ জন গ্রামীন ধাত্রী অংশগ্রহন করেন।

চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে গ্রামীণ ধাত্রীগন নিরাপদ মাতৃত্ব বিষয়ক যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছেন তা বাস্তবে প্রয়োগ করলে স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে প্রসূতি ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি এধরণের আয়োজনের জন্য মা মণি প্রকল্প সংস্লিষ্টদের ধন্যবাদ জানান।