মাধবপুরে নিরলস সেবা দিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নিরলস সেবা দিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন।

Link Copied!

 

মোঃ মিটন মিয়া মাধবপুর : করোনাকালে দিন-রাত নিরলস ভাবে রোগীদের পাশে থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ ইশতিয়াক আল মামুন।

জীবনের ঝুঁকি নিয়ে করোনার মাঝেও চিকিৎসা দিয়ে যাচ্ছেন রোগীদের। প্রতিদিন সকালে রোগী দেখা সহ অফিসের যাবতীয় কাজ করেন। সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও বিভিন্ন সময় রোগীদের সেবা দিতে দেখা যায় ডাঃ মোঃ ইশতিয়াক আল মামুন’কে। এছাড়াও দেশে করোনা সংক্রমন শুরু হওয়ার পর তিনি সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে একাধিকবার গিয়ে রোগী, চিকিৎসক, সেবিকা এবং স্বাস্থ্যকর্মীদের খোঁজ নিচ্ছেন তিনি।

করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন ও বিদেশ ফেরত দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, আক্রান্ত রোগীদের বাসায় ফলমূল পাঠানো থেকে শুরু করে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ডাঃ ইশতিয়াক আল মামুন।

কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল-মামুন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করা উচিত। মানবিক কারণে কাজটি করে যাচ্ছি। মাঝেমধ্যে খারাপ লাগে, ক্লান্তিও আসে। কিন্তু পরে নিজেকে এই ক্রান্তিলগ্নে প্রহরী মনে করে আবার এগিয়ে যাই। দেশের মানুষের সেবা করতে। এ সময় আল্লাহ যে সুস্থ রেখেছে তাই নিজেকে ধন্য মনে করি।