পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধের কারণে নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে।
এমতাবস্থায় শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের মাঝে সরকার কর্তৃক জনপ্রতি ২০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান। এ সময় উপস্থিত ছিল সহকারী কমিশনার ( ভূমি) আয়েশা আক্তার। দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে সকল বিত্তশালীদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান।