মাধবপুর প্রতিনিধিঃ : মাধবপুরে বাড়ি থেকে কর্মস্থল ঢাকায় যাওয়ার পথে দিপু রন্জন দাস (৪৪) নামে এক এনজিও কর্মী নিখোঁজ রয়েছেন। ছয় দিন অতিবাহিত হলে তার সন্ধার মেলেনি।
নিখোঁজ দিপুর স্ত্রী নিপা রানী দাস এব্যাপারে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। দিপু রন্জন দাস গত ১, জুলাই বুধবার সকালে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামের বাড়ি থেকে কর্মস্থল ঢাকার নারায়ণগঞ্জের উদ্যেশে বের হন। এর পর থেকেই তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোনই বন্ধ রয়েছে।
দিপুর স্ত্রী নিপা রানী জানান, তার স্বামী নারায়নগন্জে পুবালী মাল্টি পারপাস সোসাইটি নামে একটি এনজিওতে চাকুরি করতেন। গত ২৩ মার্চ কর্মস্থল থেকে বাড়িতে আসেন। সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ সময় বাড়ি অবস্থান করেন। ১,জুলাই সকালে বাড়ি থেকে কর্মস্থল নারায়গন্জের উদ্যেশে বের হন। ওইদিন বিকালে স্ত্রী নিপা স্বামী দিপু কর্মস্থলে ঠিক ভাবে পৌছেছে কিনা জানতে তার ব্যবহৃত দুটি মোবাইলে ফোন দিয়ে বন্ধ পান। এর পর থেকেই দিপু নিখোঁজ রয়েছে।
সম্ভাব্য স্থানে খোজ খবর নিয়ে এখনও তার সন্ধান মেলেনি। এনিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। দিপুর পিতার নাম সুধাংশু রঞ্জন দাস।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিখোঁজের বিষয়টি রহস্যজনক। এব্যাপারে ২ জুলাই দিপুর স্ত্রী থানায় একটি ডায়রী করার পর পুলিশ তাকে খুজে বের করতে তৎপর রয়েছে।