মাধবপুরে নারী দিবসের র‌্যালি ও সমাবেশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 6 March 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নারী দিবসের র‌্যালি ও সমাবেশ

Link Copied!

পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ই মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকা সমূহ প্রদক্ষিণ করে।

পরে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধা সুকোমল রায়।

 

উল্লেখ্য জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে প্রতিবছর ৮ই মার্চ তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে। দিবসটি উদযাপন পেছনে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস রয়েছে। ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্মঘন্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ও রাস্তায় আন্দোলনে নেমেছিলেন তৎকালীন সুতা কারখানার নারী শ্রমিকরা ।