মাধবপুরে নব নির্বাচিত চেয়ারম্যান-সদস্য ও মহিলা সদস্যদের শপথ গ্রহন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 1 February 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নব নির্বাচিত চেয়ারম্যান-সদস্য ও মহিলা সদস্যদের শপথ গ্রহন

Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহন করেছেন। মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১ জন চেয়ারম্যান শপথ গ্রহন করেন। জেলা প্রশাসক ইশরাত জাহান তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার, মোঃ নাজমুল হাসান, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৯৯ জন সাধারন সদস্য ও ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহন করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারি কমিশনার ভ’মি মোঃ মহিউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।