মাধবপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 3 July 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব এর উপস্থাপনায় ও পরিষদের নব-নির্বাচিত চেয়ারমান সৈয়দ মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান , ভাইস চেয়ারম্যান মো: এরশাদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব সহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

সভায় বক্তব্যে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাকির হোসেন, মাধবপুর পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মানিক, ইউ/পি চেয়ারম্যান মো: আতিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ সোহেল, মো:আলাউদ্দিন, মিনহাজ উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, মাহবুবুর রহমান সোহাগ, ফারুক আহমেদ পারুল প্রমূখ।