ইয়াছিন তন্ময়, মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড়ধলিয়া গ্রামে নিরাশ্রয় দরিদ্রদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবার গুলোর নিজের কোন জমি ছিলনা। পরের জায়গায় কুঁড়েঘরে শুয়ে নিজের একটি ঘরের স্বপ্ন দেখত তারা।
প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘরে এখন অনেকটাই নিশ্চিন্ত জীবন তাদের। বৃহস্পতিবার (১৯আগস্ট) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী সবার চোখেমুখে হাসির ঝিলিক। স্বপ্নের সেই ঘর সাজানোর কাজেই এখন ব্যস্ততা সবার।
গৃহিণীদের কারও কারও রান্না তখনো চুলায়। হাঁস-মুরগিসহ গৃহপালিত পশুদের নিয়েও ব্যস্ত কেউ কেউ। আশ্রয়ণ প্রকল্পে রয়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানি সরবরাহ, সুন্দর স্যানিটেশন ব্যবস্থা।
মির্জাপুর গ্রামের অসহায় ভুমিহীন বাচ্চু মিয়া, সাহারা খাতুন, মতি মিয়া,আব্দুর নূর ও বিল্লাল মিয়ার নিজের কোন জমি ছিলনা। ছিলনা নিজের কোন ঘর বাড়ি। কেউ ভাড়াবাড়ি নিয়ে কেউ বা আবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করত। কিন্তু এখন তাদের ৫টি পরিবার বড়ধলিয়া আশ্রয়ণ প্রকল্পে রঙ্গীন পাকা ঘরে নিশ্চিন্ত জীবন গড়ার স্বপ্ন দেখছে।
আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা সাহারা খাতুন বলেন, ছোট্র একটি ঝুপড়ি ঘর ভাড়া নিয়ে তারা মির্জাপুর গ্রামে বসবাস করত। কিন্তু সরকার আশ্রয়ণ প্রকল্পে বসবাস করার মত সুন্দর পরিবেশে একটি ঘর দেওয়ায় এই ঘরে তারা এখন শান্তি তে বসবাস করছে। এতে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
আশ্রাযণ প্রকল্পের বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, বড়ধলিয়া আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য জমিসহ ৫ টি বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাদের কে প্রধানমন্ত্রীর উপহারের বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। এখন তাদের স্বাবলম্বী করতে আমাদের বিশেষ উদ্যোগ রয়েছে।