মাধবপুরে নতুন করে আরো ২২জনের করোনা সনাক্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 21 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নতুন করে আরো ২২জনের করোনা সনাক্ত

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুরে নতুন করে আরো ২২ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন সরকারী কর্মচারী রয়েছেন। এছাড়া একই পরিবারের ৪ জনসহ তাদের বাড়িতে আসা সরাইল উপজেলার ৫ জন রয়েছেন।
শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাধবপুর পৌরসভায় ৮ জন, বেজুড়া ২ জন, আন্দিউড়া ১ জন ও ইটাখোলা ৯ জনের পজিটিভ আসে। ইতিমধ্যেই মাধবপুর পৌরসভাকে রেড জোন হিসাবে ঘোষনা করা হয়েছে। এ পর্যন্ত ৪৯ জন করোনা পজিটিভ হয়েছে। সরকারী কর্মচারীর মধ্যে সড়ক ও জনপথের ১জন,নির্বাচন অফিসের ১ জন ও বিআরডির ১ জন। ২ বয়স্ক নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য কর্মকর্তা জানান ঢাকা থেকে রিপোর্ট আসার পরপরই আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করতে কাজ চলছে।