মাধবপুরে নকল এনার্জি ড্রিংক ও আমের জুসের কারখানার সন্ধান : ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নকল এনার্জি ড্রিংক ও আমের জুসের কারখানার সন্ধান : ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

অনলাইন এডিটর
August 13, 2020 11:51 pm
Link Copied!

ছবি: নকল এনার্জি ড্রিংক ও আমের জুস।

 

লিটন বিন ইসলাম, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয়নগর গ্রামে নকল এনার্জি ড্রিংক এবং আমের জুস তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে সহকারী কমিশানার (ভুমি) আয়েশা আক্তার অভিযান চালিয়ে এর সন্ধান ফেয়ে নকল পণ্য সামগ্রী ধ্বংস করে এবং নকল পণ্য সামগ্রী তৈরি করার অপরাধে ব্যবসায়ী মারুফ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মারুফ মিয়া মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপির শিবজয়নগর গ্রামের ইজার উদ্দিনের পুত্র।