মো: জাকির হোসেন, মাধবপুর : ১৫’ই আগষ্ট জাতীয় শোক দিবস। শোক দিবসে দোয়া ও মিলাদ মাহফিলে পালন করার উদ্যোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আওয়ামীলীগ এর ৬,৭,৮,৯ নং কাউন্সিলার ও সকল সহযোগী সংগঠনকে নিয়ে (১২’ই আগস্ট) বুধবার সন্ধ্যায় হরষপুর রেল স্টেশন পাঠাগারে প্রস্তুতি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ পারুল ও ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজবাহুল বর (পলাশ) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ইউনিয়নের ধর্মঘর এবং হরষপুর দুভাগে বিভক্ত করে স্বাস্থ্যবিধি নিয়ম মেনে শোক দিবসে দোয়া ও মিলাদ মাহফিল পালন করা হবে।