মাধবপুরে ধর্মঘর ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে চাল বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ধর্মঘর ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে চাল বিতরণ

Link Copied!

পিন্টু অধিকারী  মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি   হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮এপ্রিল) সকালে ধর্মঘর ইউনিয়নের ২০৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার, ১নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম(কামাল)ট্যাগ অফিসার মাধবপুর থানা সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন,সাংবাদিক হামিদুর রহমান, জাকির হোসেন ইউপি সদস্য আশিকুর রহমান (মামুন) আব্দুল মতিন, কামালউদ্দিন, আব্দুস সালাম, শফিকুল ইসলাম, শাহাবুদ্দিন।

ছবি : মাধবপুরের ধর্মঘর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল তোলে দেয়া হচ্চে

মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার বলেন, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত  চাল পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের জন্যও পরামর্শ দেওয়া হয়।