মাধবপুরে ধর্মঘরে অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিলেন এক নারী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 19 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ধর্মঘরে অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিলেন এক নারী

অনলাইন এডিটর
August 19, 2020 5:08 pm
Link Copied!

ছবি: একসঙ্গে তিন নবজাতক ও মা রহিমা বেগম।

 

পবিএ দেব নাথ, মাধবপুর : বুধবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে রহিমা বেগম নামে এক নারী অস্ত্রপাচার ছাড়াই একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন।

রহিমা বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের আব্দুস সালামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে নারী-পুরুষ তার বাড়িতে ভিড় করেন।

তিন সস্তানের শারীরিক অবস্থা ভালো। মা ও সুস্থ্য আছেন বলে জানিয়েছেন মা-মনি প্রজেক্টের প্যারামেডিক্স নাইস খাতুন।
তিনি বলেন, সিজার ছাড়াই তার হাতেই একে একে তিনটি সন্তান প্রসব হয়েছে। পরিবারটি খুবই গরীব। তিন সন্তানের মধ্যে ১ম সন্তানটির ওজন ১ কেজি ৫০০ গ্রাম, ২য় সন্তানটির ওজন ১ কেজি ৭০০ গ্রাম ও ৩য় সন্তানটির ওজন ১ কেজি ৩০০ গ্রাম। তাদের শিশু ডাক্তার দেখানো পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তারা টাকা না থাকার কারনে ডাক্তার না দেখিয়ে বাড়িতে চলে গেছে।

নবজাতক তিনটির বাবা আব্দুস সালাম বলেন, তার ঘরে ৪ বছরের আরেকটি ছেলে সন্তান রয়েছে।

মা-মনি প্রজেক্টের প্যারামেডিক্স নাইস খাতুন বলেন, পরিবারটি খুবই গরীব। ঔষধ কিনে খাওয়ার টাকা পর্যন্ত নেই। সরকারিভাবে যতটুকু সম্ভব ঔষধ দেওয়া হয়েছে।