রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : বড় হলে ফল সংগ্রহ করে ভাঙ্গীয়ে তরকারীতে ব্যবহৃত হয়। কিন্তু ছোট বেলাতে পাতার ব্যাবহার আরো বেশি। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিভিন্ন জায়গায় ধনে পাতার খুব ভাল ফলন হয়েছে। ভাল দামে বিক্রি করতে পেরে অনেক কৃষকের মূখেই হাসির ছায়া।
সবজি কৃষক দীলিপ দেব তার নিজ জমিসহ ধারকৃত প্রায় ১শ একর জায়গাতে ধনে পাতা গাছের বীজ বপন করেছেন। আবহাওয়া ভাল থাকায় খুব ভালভাবেই সবগুলো গাছ উঠেছে। দীলিপ দেব দৈনিক আমার হবিগঞ্জ কে জানান খুবই অল্প সময়ে এই ধনে পাতা হাছ হয়ে যায়। আর এইবার ভাল আবহাওয়ার জন্য গাছের তেমন ক্ষতি হয় নি।

ছবি : মাধবপুরে ধনে পাতার বাম্পার ফলন হওয়ায় দাম পেয়ে খুশি কৃষকরা
বর্তমান বাজার দরে প্রতি কেজি পাইকারী মূল্য ৬০ টাকা এবং খুচরা ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করা যায়। বাজার মূল্য ভাল পাওয়ায় একেককটি জমি থেকে ২০ থেকে ৩০ হাজার টাকার লাভ হচ্ছে। তিনি আরো বলেন একই জমির ধনে পাতা বিক্রি করে পরে আবার ধনের জন্য বীজ বপন করা যায়। এতে করে আরো অনেক লাভ হয়।
উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা, আদাঐর, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদীশপুর, ছাতিয়ান সহ বিভিন্ন জায়গাতে ধনেপাতা চাষ করে লাভবান কৃষকরা।