মাধবপুরে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্তে উদ্বিগ্ন জন সাধারন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 9 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্তে উদ্বিগ্ন জন সাধারন

Link Copied!

মাধবপুর ( হবিগঞ্জ)  প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুরে রোববার (১০মে) সকাল থেকে দোকান-পাট,শপিংমলসহ সব ধরনের দোকান পাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্চেন্ট এসোসিয়েশন। রোববার থেকে সীমিত আকারে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শপিংমলসহ সব ধরনের দোকান পাট খুলে দেয়া হবে সরকার প্রজ্ঞাপন জারী করে ৫ মে। সরকারী নির্দেশের পর পরই বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক,নিউ মার্কেট,চাঁদনী চক সহ দেশের বিভাগীয় শহরগুলোতে ঈদ পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলো। এমনকি হবিগঞ্জ জেলাও দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলা ব্যবসায়ী সংগঠন ব্যাকস। দিন দিন করোনার প্রাদুর্ভাব বাড়ার মাঝে মাধবপুর ব্যাবসায়ীগণের এমন সিদ্ধান্তে হতবাক ও উদ্বিগ্ন এলাকার সচেতন সমাজ।
নাম প্রকাশ না করার শর্তে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজের একজন প্রভাষক জানান,বৈশ্বিক মহামারী করোনার কারনে বিশ্বব্যাপী সব বন্ধ রাখা হয়েছে,বাংলাদেশে সরকারের সিদ্ধান্তের পরও বিভিন্ন জেলার ব্যবসায়ীবৃন্দ দোকান বন্ধ রাখার যে সাহসী ও সচেতনতার পরিচয় দিয়েছেন মাধবপুরের ব্যবসায়ীগনের এমন সিদ্ধান্ত মরার উপর খাড়া ঘা এমন কিছু হবে নাতো?।
মাধবপুর মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি শাহ মোঃ সেলিম দৈনিক আমার হবিগঞ্জ কে জানান,বাজারের ছোট ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আমরা দোকান পাট খোলার সিদ্ধান্ত নিয়েছি। সামাজিক দুরত্ব ও সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনেই সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দোকান পাট খোলা হবে। আমরা প্রতিটি দোকানের উপর নজরদারি রাখব।