ঢাকাবুধবার , ৯ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে দুই মাদক কারবারি গ্রেফতার

দৈনিক আমার হবিগঞ্জ
জুন ৯, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি  :  হবিগঞ্জ মাধবপুর উপজেলায়  তেলিয়াপাড়া চা বাগান অভিযান চালিয়ে  দুই ভারতীয় মাদক ব্যবসায়ীকে  উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ভারতীয় মাদক সহ সুদীপ্ত রায় ও জয় দেব কে আটক করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়,  (৮ই জুন) মঙ্গলবার রাত্র ১০.৩০ মিনিটে  গোপন সূত্রে অভিযান চালিয়ে দুই ভারতীয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ধ্রুবেশ চক্রবর্ত্তী পুলিশ সদস্যরা। আটককৃতরা  হলো সুদীপ্ত রায়(২৪) পিতা সজল রায়,  গ্রাম তেলিয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ।জয় দেব, পিতা : করুনা দেব, গ্রাম লালবাগ, শ্রীমঙ্গল।

ছবি : মাধবপুরে দুই মাদক কারবারিদের গ্রেফতার করেছে পুলিশ

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ধ্রুবেশ চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আমরা দুই ভারতীয় মাদক সহ  গ্রেফতার করেছি । আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Developed By The IT-Zone