মাধবপুরে দিনে রাতে আকাশে উড়ছে রংবেরঙের ঘুড়ি, বৈদ্যুতিক লাইনের সমস্যা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে দিনে রাতে আকাশে উড়ছে রংবেরঙের ঘুড়ি, বৈদ্যুতিক লাইনের সমস্যা

Link Copied!

পিন্টু অধিকারী, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১ টি পৌরসভা সহ ১১ টি ইউনিয়নের প্রত্যেকটি অঞ্চলের অধিকাংশ ভবনের ছাদ এবং মাঠে-ময়দানে দেখা যাচ্ছে ঘুড়ি উড়ানোর উৎসব।

রাতের বেলা উড়ানোর জন্য এর সঙ্গে আবার বৈদ্যুতিক তার ও ব্যাটারি সংযুক্ত করে রাতের বেলাতেও উড়ছে রংবেরঙের বাতি লাগানো ঢাউস আকারের ঘুড়ি। সাধারণ কাগজের তৈরি প্রতিটি ঘুড়ির মূল্য ৫০ টাকা হলেও বিশেষভাবে তৈরি চিল ঘুড়ি অথবা বৈদ্যুতিক ডিজাইনের ঘুড়ির দাম ৪০০ থেকে ৫০০ টাকা।

 

ছবি: রংবেরঙের বাতি লাগানো বিশেষভাবে তৈরি চিল আকারের ঘুড়ি।

 

মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের আশেপাশে ঘুড়ি উড়ানোর ঠিক না বলে মনে করেন সাধারণ জনগন। এতে করে ঘুড়ি সুতা বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে বিদ্যুৎ বিভ্রান্ত ঘটছে এবং কোন কোন ক্ষেত্রে তার ছিড়ে যাচ্ছে। এতে করে এমনকি প্রানহানির ক্ষতির সম্ভাবনা অনেক। বৈদ্যুতিক লাইন ও উপকেন্দ্র টাওয়ার সমুহের কাছাকাছি স্থানে ঘুড়ি উড়ানো পরিহার করতে জনপ্রতিনিধিসহ অভিভাবক ও জনসাধারন’কে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোশারফ হোসেন।

মোঃ মোশারফ হোসেন জানান, ঘুড়ি উড়ানো অনেকেরই শখ হলেও তবে সর্তক থাকতে হবে বৈদ্যুতিক তার থেকে। যদি কোন দৈবাৎ কারণে ঘুড়ি সাটানো অবস্থায় বৈদ্যুতিক মেইন লাইনের উপরে পরে তাহলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে।