মাধবপুর উপজেলার দূর্গানগর এলাকায় দশ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার (৯জানুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক শামীম আহমেদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শামীম মাধবপুর উপজেলার দূর্গানগর গ্রামের মালু মিয়ার পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষিতা শিশুর বাবা দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, তার শিশু বাচ্চাকে অটোতে তুলে জোরপূর্বক স্থানীয় সীমান্ত এলাকায় নিয়ে ধর্র্ষন করে লম্পট শামীম। পরে তা মোবাইল ফোনে ধারণ করে রাখে এ সময় বিষয়টি জানাজানি হলে আত্মগোপন করে সে।
মাধবপুর থানার (ওসি) রকিবুল ইসলাম খাঁন জানান, ধর্ষিতা শিশুর পিতার দায়ের করা মামলায় অভিযুক্ত যুবক শামীম আহমেদকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতাকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।