মাধবপুরে দরিদ্রদের দ্মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এসিল্যান্ড - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 3 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে দরিদ্রদের দ্মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এসিল্যান্ড

Link Copied!

পিন্টু অধিকারী  মাধবপুর প্রতিনিধি:   হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাগবে প্রণোদনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার চৌমুহনী ইউনিয়নে ৬০০জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ছবি : এক দরিদ্র’র হাতে ত্রাণ তোলে দিচ্ছেন সহকারি কমিশনার (ভুমি) আয়েশা আক্তার

এসময় উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান আপন মিয়া, ট্যাক অফিসার রফিকুল নাজিম সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা সহকারী খাদ্য কর্মকর্তা  সাইফুল ইসলাম ও প্রত্যেক ওয়ার্ডে সদস্যগন।

সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের জন্যও পরামর্শ দেওয়া হয়।