মাধবপুর প্রতিনিধি :: মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির অস্থায়ী ভবনের কাজের শুভ উদ্বোধন করেছেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সুরমা নোয়াহাটিতে ৩০ শতক জমির উপড় অস্থায়ী ভবনের কাজের উদ্বোধন করা হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ, সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজিম উদ্দিন, ওসি ইকবাল হোসেন, ওসি (তদন্ত) গোলাম দস্তগীর, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুলাহ আল মামুন ভুইয়া, প্রয়াত চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরীর পরিবারবর্গ, সমাজসেবক দেওয়ান আব্দুল মোতালেব মতিন ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ভবন নির্মাণের জন্য ৬নং শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী প্রায় ৩০ শতক জমি দান করেছিলেন।