মাধবপুর উপজেলার তিন যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (২০ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের আহাদ মিয়ার বাড়িতে নির্মাণ কাজ করতে গিয়ে সেফটি ট্যাংকিতে মাধবপুরের আলম মিয়া, চুনু মিয়া ও সম্রাট মিয়া নামে তিন যুবকের রহস্যজনক মর্মান্তিক মৃত্যুর সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির এক পর্যায়ে সাড়ে ৩টার দিকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।এসময় বক্তব্য রাখেন আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ,মাধবপুর পৌরসভার কাউন্সিলর সামশুল ইসলাম পাঠান ও আফজাল পাঠান,দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদ সভাপতি আনোয়ার হোসন বেলাল,স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক উজ্জ্বল পাঠান,পৌর ছাত্রলীগ সভাপতি তোফাজ্জল ইসলাম তুহিন,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইফরান,জাকির হোসেন প্রমূখ।