ইয়াছিন তন্ময়, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাকসাইর নামক স্থানে তিন বছরেও সমাপ্ত হয়নি যাত্রী ছাউনির নির্মান কাজ। মাত্র ছয়টি পিলার দিয়েই তিন বছর ধরে বন্ধ রয়েছে এর কাজ।
জানা যায়, রোদ-বৃষ্টিতে যাতে যাত্রীদের কষ্ট না হয় সে জন্য হবিগঞ্জ জেলা পরিষদ থেকে এখানে যাত্রী ছাউনি নির্মান এর জন্য বরাদ্দ দিলেও পিলার এর উপরে নেই কোন ছাদ। আর ছাদ না থাকার কারনে বাঘসাইর যাত্রী ছাউনির জায়গা টি এখন পরিণত হয়েছে সাঁপ আর শেয়ালের বাসায়। যাত্রী ছাউনি না থাকায় যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। কেউ বা আবার উপায় না পেয়ে গাছের নিছে আশ্রয় নেয়। আবার অনেক যাত্রী বৃষ্টির পানিতে ভিজতে হয়। বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বয়স্ক মানুষের বেশী সমস্যা হয়। জীবনের ঝুঁকি নিয়ে তাদের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে হয়।
স্থানীয় বাসিন্দা শ্রী সুজিত জানায় এলাকার মানুষের চলাচলের একমাত্র ভরসা হচ্ছে বাঘসাইর বাসস্ট্যান্ড। প্রতিদিন অবস্থানরত থাকেন প্রচুর যাত্রী। বিশেষ করে বর্ষাকালে প্রচণ্ড রোদ ঝড়-বৃষ্টিতে যাত্রী সাধারণকে দোকানপাটে সামনে আশ্রয় নিতে হয় ঘন্টার পর ঘন্টা।
যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। ঢাকা থেকে সিলেট পর্যন্ত প্রায় সব বাসস্ট্যান্ড এ যাত্রী ছাউনি নজরে পড়লেও বাঘসাইর এর যাত্রী ছাউনি মাত্র ছয়টি পিলার এর মাঝেই কাজ বন্ধ। তাই এলাকার যাত্রীদের পক্ষে এর বাকী কাজ টুকুন সমাপ্তের জন্য হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুশফিক হোসেন চৌধুরি’র হস্তক্ষেপ কামনা করছে।