পবিত্র দেব নাথ মাধবপুর প্রতিনিধি : আজ হবিগঞ্জের মাধবপুরে তাকওয়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সদস্যদের নিজ অর্থায়নে কমলপুর পূর্ব জামে মসজিদে মুসল্লীদের সুবিধার্থে মসজিদে মেশিন সহ ০৩ টি মাইক প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার সাধারন জসগণ। তারা জানান এটি তাকওয়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে থেকে তাদের ১৫ তম কাজে সম্পূর্ণ করল।
মসর্জিদের সভাপতি মো মিলন মাস্টার জানান, মসজিদটি প্রায় ৫০ বৎসর আগে নিমান করা হয় মাইকিং না থাকায় এলাকার মুসল্লিগন আযানের আওয়াজ শুনতে পেত না। বর্তমানে তাকওয়া ইসলামিক ফাউন্ডেশন পক্ষ থেকে মসজিদে ৩টি মাইক পেয়ে এখন পুরো এলাকা জুড়ে মুসল্লিগন প্রতিটি ঘরে ঘরে আযানের আওয়াজ সুন্দর করে অনেক দূর পর্যন্ত শুনা যাবে।
তাকওয়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন আহাদ নাদিয়া, সুহেল, আনারুল , মহসীন, ওসমান , জহওরুল ইসলাম হেলাল, আরো অনেক।
সংগঠনের সভাপতি প্রবাসী জাবেদ মিয়ার সাথে ফোনে আলাপ করলে তিনি বলেন, প্রবাসী ও দেশের সকল সদস্যদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা আরো দূরে এগিয়ে যেতে চাই মানবতার কাজে।