ঢাকাSaturday , 18 November 2023
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে প্রচার : যুবক গ্রেপ্তার

Link Copied!

জালাল উদ্দিন লস্কর ।। মাধবপুরে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ ধারায় মামলায় বাহার মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার (১৬নভেম্বর) রাত ১০টায় মাধবপুর থানা পুলিশ উপজেলার নারায়নপুর টঙ্গীর মোড় এলাকায় অভিযান চালিয়ে বাহারকে গ্রেপ্তার করে। বাহার মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আলেফ খাঁর ছেলে।

বাহারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান। মামলা সূত্রে জানা যায়, বাহার মিয়া ফেসবুকে ভুয়া আইডি খোলে একই গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের আপত্তিকর ছবি পোষ্ট করে।

এই ঘটনায় সেলিম মাহমুদ লিটন বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৬) আদালতে একটি মামলা করলে আদালত বিষয়টি আমলে নিয়ে রেকর্ড করতে থানাকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে মাধবপুর থানা পুলিশ বাহারের নামে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী তরুণীর বাবা জানান, বাহার দীর্ঘদিন ধরে গোপনে মেয়েদের ছবি তুলে এবং তা দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। তাকে অর্থ দিতে অপরাগতা প্রকাশ করলেই ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।