মাধবপুরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা তথ্য অফিসের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচারনা চালানো হচ্ছে। ইতোমধ্যে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়,প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়,জগদীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজ,আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়,উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচারনা শেষ করা হয়েছে।
তথ্য সেবা সহকারী রীতা আচার্য ও মঞ্জু রানী সরকারের সাথে প্রচারনা কার্য চালানোর সময় মঙ্গলবার (৮মার্চ) উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথা হয়। তারা জানান, করোনা সচেতনতার পাশাপাশি উপজেলা তথ্য অফিস থেকে মহিলাদের বিনামূল্যে প্রদত্ত বিভিন্ন সেবা সম্পর্কে ব্যাপক প্রচারনার অংশ হিসাবেই তারা নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে এই প্রচারনা কার্যক্রম চালিয়ে আসছেন।
পর্যায়ক্রমে উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্টানেই এই কার্যক্রম চালানো হবে। উপজেলা তথ্য অফিসার মেরিনা নাসরিন আমার হবিগঞ্জকে জানান,তথ্য অফিস থেকে নিয়মিত বিনামূল্যে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা,চাকরীর আবেদনপত্র পূরন,ভর্তি পরীক্ষার ফরম পূরন,বিভিন্ন পরীক্ষার ফলাফল,ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ,আইনী সহায়তা পরামর্শ, মহিলাদের ডায়াবেটিক পরীক্ষা ও ওজন নির্নয়,কৃষি শিক্ষা ও ব্যবসা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়ে থাকে।
পাশাপাশি প্রচারণাপত্র বিলি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিয়মিত উঠান বৈঠক আয়োজনের মাধ্যমেও এসব সেবা সম্পর্কে মহিলাদের সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে উপজেলা তথ্য অফিস।