মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার(৫এপ্রিল) বিকাল ৩ টার দিকে করোনা ভাইরা পরিস্হিতিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলা মনতলা নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পরেছেন। কাজ কর্ম না থাকায় অনেকই এখন পরিবার পরিজন নিয়ে মানবেত দিন যাপন করছে তারা। এই পরিস্থিতিতে ডেভেলপমেন্ট ক্লাব “SDC”(মনতলা,মাধবপুর) এর পক্ষ থেকে ৩৫ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌছে দেওয়া হয়েছে।
সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও সাবান। সোসাইটি ডেভেলপমেন্ট ক্লাব এর নাহিম, জেকি, মেহেদী, সুহেল, সুজন, তানভীর, মতিন, জয়নাল, ও আরো অনেকেই খাদ্য সামগ্রী বিতরণে এই সহযোগিতা করেন ।