মাধবপুরে ডেঙ্গুতে প্রাণ হারালো ৬ বছরের শিশু ওয়ারিজা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 26 August 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ডেঙ্গুতে প্রাণ হারালো ৬ বছরের শিশু ওয়ারিজা

Link Copied!

জালাল উদ্দিন লস্করঃ  মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের একেএম ফজলুল হক শামীমের মেয়ে ওয়ারিজা (৬) ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছে।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বৃহস্পতিবার (২৬আগস্ট) দুপুরে মারা যায় ওয়ারিজা।

ছবি : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু ওয়ারিজার ফাইল ছবি

ফজলুল হক শামীম ঢাকায় গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করেন। ওয়ারিজার অকালমৃত্যুতে তার পরিবারে ও আত্মীয়স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।